বহু পুরনো কিংবা সান্ধ্যকালীন সব ভাবনা মৌনতাকে গ্রাস করে নিলে টিকে থাকে জঙ্গ।
প্রসারিত হৃদয় অথবা বিস্মৃতির কাঁটাতার
ম্লান করে আনে কৌশলগত সব বিচরণ।
যেন শরীর নুয়ে পড়ছে ছায়ার ভারে!
তীব্রতার যৌগিক ধাপ পেরিয়ে গেলে আরো নিয়ম বেড়ে যায় খেলায় খেলায়।
চোখ আনুমানিক মেপে নেয় সরল উপঢৌকন।
মুহুর্মুহু আঘাত, রাশি রাশি জল- বিম্বের ভেতর কেঁপে ওঠে তীব্র স্পন্দনে।
আর গড়িয়ে চলা অলস হাওয়া মুখ থুবড়ে পড়ে থাকে জানলার ওপাশে।