শহরতলীর বুকে বৈশাখী রঙে-
বনে গ্যাছে কবিতা অনেক!
গণতান্ত্রিক মন নিয়ে ফিরে আসা
পরিচিত মঞ্চে-
আমাদের আরো গান গাওয়া বাকী।
প্লিজ তুমি যেওনা নিঃসঙ্গ দুপুরে ঠেলে!
আকাশ খরায় রেখে-
বহু নদী প্লাবনে ভরে আসে
ছেয়ে যায় আমাদের বর্ষা।
পূর্ণিমাতিথি-
সজোরে ঝরে পড়ে আলো-রেখা
মুঠোভর্তি কবিতা সাতরায় জানালার কাঁচে!
তুমি নেই! ফিকে হয়ে আসে কল্পনার বারান্দা।
গুমোট সন্ধ্যা দল বেধে উড়ে যায়-
রাতের উষ্ণতম প্রহরে।
ঘাসের মতো নিঃসংকোচ শুয়ে-শুয়ে
অমোঘ মৃত্যু বদলে ফেলে ম্লান আষাঢ়।
বিতর্কিত এসব সময়ে
বিদঘুটে অন্ধকার নেমে এসেছে পৃথিবীর ধূমায়মান পথে।
অসুখে নিমজ্জিত অঘ্রাণের নরম ছায়ায়
আমাদের বসবাস রয়ে যাবে রৌদ্রের মতো।