মুহু, তোমাদের উঠোনে বৃষ্টি নামলে আমাকে জানিয়ো।
আমি সেদিন থেকে আর কবিতা লিখবো না
অথবা তোমাকে আঁকবো না কোনো ইচ্ছের রোদ্দুরে।
আসলে কখনো ভাবিনি মুহু-
তোমার জন্য বাম অলিন্দ ব্যথার মিছিল সাজাবে!
কিংবা পরিচিত মেঘ আমায় ছুঁয়ে হারিয়ে যাবে অবেলার সৈকতে!


চিন্তা কোরো না মুহু,
আর কখনো তোমার ছাঁয়ায় নিজেকে কল্পনা করবো না।
জানোই তো চোরাবালির যাত্রা শেষে কেউ কখনো ফেরে নি।
মূলত,
আমার সময় হনন কোরে নিয়েছে আমার পথ;
দাবার গুটি প্রবেশ কোরেছে ভুল এলাকায়;
সামনে মৃত্যু, পেছনে মৃত্যু!


তোমাকে বড্ড ভলোবাসি মুহু।
কষ্ট হোচ্ছে জেনে, নরকে ভালোবাসার কোনো ব্যবস্থা নেই।


     খুব যত্ন নিয়ে সিলিংয়ে বিদায় লিখছি!
যদিও আমার কখনো সাহস হয় না-
ঐসব সোনালি বিকেল আর গোধূলিসিদ্ধ পৃথিবী থেকে পালিয়ে যেতে।
ঈশ্বর সাহস দিন আমাকে,
সাহস দিন তাদের।
অলৌকিকভাবে ঘোষণা করুন-
আত্মহত্যা পাপ নয়।
যারা প্রতিদিন মৃত্যুতে বেঁচে আছে,
তাদেরকে সুযোগ দিন নীল সুতোয় নিজের কঙ্কাল বুনতে।