রহস্যময়ী-
বেলা শেষে তাকিয়ে দ্যাখো
আমি তোমারি আছি।
মুমূর্ষু ব্যস্ততা পেছনে ফেলে শুধু তোমার নামেই আঁকছি সঞ্চয়ী ভালোবাসা।
রাত্রি সংলগ্ন আকাশ জুড়ে-
নক্ষত্রের হৈচৈ আমাকে জিঁইয়ে রেখেছে অবাধ্য সাতারে
জলফড়িনের গল্প শুনিয়ে শুনিয়ে...
কতোক নিরবতা হেঁটে যায় সমুদ্রের পানে......
যেভাবে শরীর থেকে
বয়স পালায় সন্ন্যাস বেশে!
জনপদে বেড়ে উঠছে ঈষৎ ভালোবাসা।
ভয়ের মতোন পাণ্ডুর চাঁদ সব ডুবে গ্যালে
দানা বাঁধে হিম রক্ত
ঘাসের শরীরে জোনাকির আলো
বিচিত্র স্বভাব নিয়ে আছড়ে পড়ছে ম্লান ঠোঁটে।
তোমাদের পরিচিত সরোবরে ফুটে আছে আমার প্রেমের পদ্ম।
রহস্যময়ী-
বেলা শেষে তাকিয়ে দ্যাখো আমি সেখানেই আছি।