নৃত্য সাজাও প্রিয়!
নৃত্য সাজাও;
পাংশু মেঘের আড়ালে বসন্ত ছুটির আগে-
নৃত্য সাজাও!
দূর করো গল্পের পিছুটান
প্রলাপের শালিসে।
নতুনের সূচনায়-
জুড়ে দাও পাজরের দাঁগ।
করোটিতে শুয়ে আছে শুনশান নিরবতা
শুনতে কি পেলে এই ভাঙা বিকেল?
শালিকের পালকে?
চৈত্রের ঝড়গুলো সীমাহীন বয়ে গ্যাছে আশাতীত হৃদয় ছিঁড়ে।
এই মন আশ্চর্যের বালুচর-
নিদারুণ ক্ষয়ে গ্যাছে, ডুবে গিয়ে।
স্বপ্ন-বিভ্রমে, উদ্যম সৈকতে।
নৃত্য সাজাও প্রিয়!
নৃত্য সাজাও;
পাংশু মেঘের আড়ালে বসন্ত ছুটির আগে-
নৃত্য সাজাও!