সূর্যের দিকেই মুখ করে যেতে হবে আলোকবর্ষ পথ
বাদামি রঙের কড়া রোদ
দুপুর থেকে নামিয়ে পৌঁছাতে হবে যোজন দূরে গড়ে উঠা মহীরুহের ছায়ায়।
অদূর থেকে অবিমৃষ্য রথ বেঁয়ে ক্ষয়ে গেছে মহাকাল।
পৌরাণিক ভাবনার তরে কেটে যাচ্ছে নাক্ষত্রিক জীবন।
একহাতে কৃষ্ণপক্ষ নিয়ে তবু টানছি বৃদ্ধ ঋতু!
আরও টানতে হবে।
এক বর্ষা থেকে আরেক বর্ষা।
এক শরত থেকে আরেক শরত।
কোটি কোটি শীত, কোটি কোটি গ্রীষ্ম।
মূর্ছা যাওয়া বিদীর্ণ দর্পণে হেঁটে হেঁটে বুঝেছি সময়ের অভিসম্পাত!
তবু ভাবনায় স্নিগ্ধতা টেনে-
আলো করে রাখি রোদের ছায়া।