শহর ছেড়ে পালিয়েছে শীত!
আমরাও আকস্মিক ডুবে গ্যাছি বসন্তে!
যখন মাতাল হাওয়া আলগোছে নাড়া দিয়েছে সময়ের নিউরন।
অতঃপর শেষ হলো-
এক অক্ষরবৃত্ত অতীত।
আবৃত্তি কোরে ঝরে গেলো মরা পাতা।
প্রহর জমানো নিরেট শূন্যতা
এবং রোজকার শব্দদূষণ যেভাবে গিলে খায় একগুচ্ছ নিরব কবিতা।
সেই শব্দ মঞ্চায়িত হোচ্ছে
দুপুরের স্টেশনে,
মাঠ-ঘাট পেরিয়ে ধুম্র শ্লোগানের ভেতর
কিঞ্চিত আলোর শরীর বেঁয়ে-
ধেয়ে আসছে লোকালয়ের পথে।
উদাস হয়ে তাকিয়ে আছে ফাগুন!
বিরহ লেগে আছে ঠোঁটে!