জন্ম নিলাম হায়রে এ কোন হীরক রাজার দেশে,
চিপায় পড়ে চ্যাপ্টা হলেও রোজ যেতে হয় হেসে!
একটুখানি বেচাল হলেই নেই তো কোনও মাপ এর,
দেশটা কি আর আমার, তোমার?—দেশটা স্বামীর, বাপের!


মেধার এখন মন্দা চলে কোটার বাজার গরম;
হাত-পা চাটো নেত্রী-নেতার—মর্গে পাঠাও শরম।
মান-অপমান-বিবেক এখন তেল দিয়ে খাও ভেজে,
নেতার কথায় নাচতে থাকো যেমন-খুশি-সেজে!
নিজের মতো চলতে গেলেই পড়বে লাঠি পাছায়,
কলার ধরে হ্যাঁচকা জোরে ঢুকিয়ে দেবে খাঁচায়।


নেতাই ভালুক, তুমিই ছাগল—করবে কেবল ম্যা যে!
ভিন্ন মতের হলেই আগুন জ্বলবে তোমার ল্যাজে!
বিবেক-টিবেক লিজ দিয়ে দাও একটা দলের কাছে—
অন্য কারো দেখলে ভালো মারহাবা দাও পাছে!
বাঁচতে হলে নাচতে থাকো তাদের কথা মতোই—
ঠ্যাং না ভেঙে আস্ত থাকার একটা মোটে পথ ওই।


কোনটা সঠিক-বেঠিক এখন ঠিক করে দেয় দাদা,
কালসাপ ভাই,সবাই এখন—দাদাই খালি সাদা!
এপার-ওপার দুপার জুড়েই দাদার হুকুম চলে।
দাদাই বাবা, দাদাই দাদা—মারুক জালে-জলে।
মারলে মারুক মানুষ-টানুষ, দিচ্ছে তো ঠিক গরু,
জল-ছাড়া এই মরুর মাঝে দাদাই এখন তরু।


নিয়ম-নীতি সে-সব কী ভাই?ওসব কেবল বুলি;
নিয়ম-টিয়ম চলবে না আর, চলবে কেবল গুলি।
মেধার গুমর, মেধার গরম—চলবে না তো এটাও,
ডাক্তারই হোক, ফাক্তারই হোক সুযোগ পেলেই পেটাও।
নেত্রী-নেতা দেয় না ধরা—মরছি খুঁজে বৃথাই,
কি আর করার বাঁশডলা আজ ওদের পিঠেই দি তাই!


এদেশ নেতার, এদেশ যে তার—নয়তো আমার-তোমার,
সন্ত্রাসীদের এদেশ যে ভাই, এদেশ বুলেট-বোমার।
আয়রে ও ভাই, আয়রে সবাই হীরক রাজার দেশে—
আর কিছু তুই না-হোস রে ভাই, গুম হবি ঠিক শেষে।


—হীরক রাজার দেশে
    আহমদ মুসা।
     ‎১৩ নভেম্বর, ২০১৭।