খুব ইচ্ছে ছিলো তোমাকে নিয়ে একটা কবিতা লিখবো,
কিন্তু শব্দরা তোমার মত ফুটতে চাচ্ছে না।
শব্দগুলো আজকাল বড্ড বেশী বেয়ারা হয়ে গেছে,
শব্দগুলো তোমার সাথে নাকি আমার সাথে বেইমানি করছে।
কিছুই বুঝে উঠতে পারছিনা?
আমায় ক্ষমা করো বেলী ফুল,
বিশ্বাস করো আমি তোমার শুভাকাঙ্ক্ষী
তোমার সৌন্দর্যে আমি মাতোয়ারা।
প্রিয়তমা বেলীফুল,
তবুও বলছি-
আমার ভালোবাসা নিও,
আর মাঝে মাঝে তোমার সৌরভ আমায় দিও।
তোমার ছোঁয়া দিও, তোমার ভালো লাগা দিও।
শব্দগুলোকেও তুমি তোমার সৌরভে মাতাল করে দিও,
একদিন শব্দগুলো,ছন্দগুলোও আমার মতই তোমার প্রেমে পড়বে,
হয়তো সৃষ্টি হবে অমর কোন কবিতা।