শুধু তোমার আসার পথের পানে চেয়ে আজো বেঁচে আছি।
চারিদিকে প্রেমহীন মানুষের,শৃগাল,কুকুরের আশ্চর্য শঙ্খনিনাদ,তারই মধ্যে
এ পোড়া হৃদয় তোমার বাঁশি ডাক শোনার জন্য উদগ্রীব।
তুমি এসে দেখ একবার চোখ মেলে এ মরুভূমি আজও শুকিয়ে যায়নি, আজো এক বিন্দু বরষার অপেক্ষায় আকাশের পানে মুখটি তুলে চেয়ে আছি।আশাহত হইনি।
আমি জানি  তুমি আসবে, গ্রীষ্মের পরই তো বর্ষা আসে ॥