বসন্তের শুভ আগমনে____
মেঘহীন আকাশে লক্ষ তারার মেলা৷
নীলের ছড়াছড়ি,ধানক্ষেতে রুদ্র ছায়ার লুকোচুরি৷
মাঠে মাঠে ছড়ানো কাঁশফুল,
রাতের ঝরা শিশির ঘাঁসের উপর,
সকালের প্রথম রোদে,মনে হয় যেন ছড়ানো মুক্তা৷
দীর্ঘ একটি বছর পেরিয়ে এসেছে৷
আশা আর কামনার মাস,ভাল লাগার মাস,মনে রঙ লাগার মাস৷
আসুন,প্রবিত্র মাসকে সামনে রেখে,
আমরা ভুলে যায়_______
রাগ,অনুরাগ,হিংসা,বিদ্বেষ,বৈষম্য,পরশ্রীকাতরতা৷
আর গড়ে তুলি_________
সুখ,শান্তি,হাসি,আনন্দ,ভ্রাতৃত্ব আর ভালবাসার বন্ধন৷


_____________অাহামেদ সাজন