আমি অল্পতেই খুশি,আমি অল্পতেই ধন্য ৷
হ্নদয়ে আছে আমার,ভালোবাসার অরণ্য ৷
আমি চাইনা সাগর নদি,চাই শিশির বিন্দু ৷
আমার কাছে সেটাই,ভালবাসার এক মহা সিন্ধু৷
আমি চাইনা হতে বিখ্যাত,স্বরণীয় কিংবা বরণ্য ৷
হতে চাই অতিসাধারন,একজন ক্ষুদ্র নগণ্য৷
চাইনা বিলাশ বহুল বাড়ি,গাড়ি কোটি টাকা,
চাই সৎ,সুন্দর মন,সাধারন এক রমনীর দেখা৷
আমার অল্প আশা,অল্প চাওয়া,অল্প জীবন ৷
বেশি পেয়ে খুশি নই,অল্পতেই সন্তুুষ্ট এইমন ৷
আমি অল্পতেই হাসি,ভাসি,অল্পতেই বাধি বুক ৷
জীবন বাজী ধরতে রাজি,চাই অল্প একটু সুখ ৷