আমিও মানুষ ৷
আমারো ঘুম পায়-
রাত-দুপুরে জেগে থাকি তার মানে এই নয়- আমি নিশাচর।
কদম-কেয়ার সুবাস আমারো নাকে আসে-
শীতল হাওয়া- ক্লান্তি মিটাবার জন্যে।
দিনের সকল কাজ সেরে আমারো মন চায়-
বিছানার চাদরে গা এলাতে-
আলস্য তন্দ্রাচ্ছন্ন চোখ আর কাহারো সামান্য বকুনি।
আমারো মন চায়-
কেউ পাশে বসে থাকুক!একেলা চাঁদের জ্যোৎস্না-
নির্মল হাওয়া আর ভালো লাগেনা।
আমিও স্বপ্ন দেখি-
আমারো মন চায়- কাহারো নরম হাতের ছোঁয়া লাগুক
সন্ধ্যার প্রদীপে।
কেউ গুছিয়ে রাখুক অগোছালো বিছানা।
আমিও মানুষ-
আমিও ভুল করি!সবার মতই।
ভুলে যাই- প্রভাতের আসা যাওয়া
সূর্যদয়ের ঠিকরে পড়া আলোকে উপভোগ করতে।
বাদ পড়ে যায় নাওয়া-খাওয়া।
আমারো মনে চায়-
ভুলগুলো কেউ ধরিয়ে দিক-
কর্কশ কণ্ঠে চেচিয়ে বলুক-
এত ভুল কর কেন?
এত ভুল হয় কেন?