আগুনের আলোর সাথে -
     থাকে প্রখর তাপ,
টানলে কাছে, পারবি নিতে -
     প্রত্যাশারই চাপ?
আমি শালা, সিংহ-পুরুষ -
     অল্পে তুষ্ট নই,
এলে কাছে সব হারাবি-
     দূরেই থাক সই!
আলোর সাথে আগুনের -
    থাকে প্রখর তাপ,
সিংহী হবি,পারবি নিতে -
    প্রবল দাবীর চাপ?


আমার প্রেম, আলোর সাথে -
ছড়ায় প্রবল তাপ!