আমি আছি আমাকে নিয়ে
পৃথিবীর কথা ভাবতে পারি না
আমার চিন্তাগুলো আষ্টে পৃষ্টে লেগে আছে চার দেয়ালের ভিতর।
বন্ধ জানালা খুলে তাকাতে পারি নি
এই পৃথিবীর রঙিন ইতিহাসের দিকে।
এখানে জন্ম নিয়েছে কত ইতিহাস
কত রাজা প্রজা কালের সাক্ষী হয়ে
দাড়িয়ে আছে স্মৃতিস্তম্ভে।
কত স্বপ্ন ভেসে বেড়ায় নীল সাগরে
কত দূরহ ব্যাথার স্মৃতি অহরহ রচিত হয় কালের বক্ষে।
আমি আমাকে নিয়ে কল্পনা করছি
কত জীবন ঝরে যায় দিশাহীন পথিকের মত
তাদের নাম তো লেখা থাকে না সোনালী ইতিহাসে।
আমি আমাকে নিয়ে ব্যস্ত
পৃথিবীর অলি গলি ঘুরে দেখিনি
শ্রাবণের ধারার মত কত ফুল নেপথ্যে ঝরে পরে।
এখানে রচিত হয় সোনার কাবিন
কত লোক নিজের সুখ বর্জন করে
কত ত্যাগ তিতিক্ষার মাঝে
নিজেকে বিলিয়ে দিয়েছ হাজার মানুষের মাঝে।
আমি তাদের কথা ভাবিনি
তারা তো মানুষ?
আমি আমাকে নিয়ে ব্যস্ত
আমি মহান হতে চাই গুনী হতে চাই
হৃদয়ের দ্বার খুলে কেউ হতে চাই না নিঃস্বার্থক কর্মী।
সবাই নিজেকে প্রকাশ করি
কেউ অন্যের প্রকাশক হই না।