তোমার বুকের ভেতর হাজার তারার বাস
ইচ্ছে হয় সেখানে ধ্রুবতারা হয়ে থাকি ।
সমুদ্রে বেড়াতে গিয়ে যদি পথ ভুলে যাও !
আমি দিক বলে দিবো, ফিরে এসো ।
রোজ পূর্ণিমা রাতে চাঁদ দেখে দেখে
যদি হাঁফ ধরে যায় !
দৃষ্টি বদল করে একবার চেয়ে দেখো বুকের পরে,
আমি মিট-মিট করে জ্বলে উঠবো
তোমার ভালো লাগবে, দেখো !
মন খারাপের রাতে যদি বুকে বালিশ চাপা দাও,
আমারও যে দম বন্ধ লাগবে ।
আপন ঐশ্বর্য জলাঞ্জলি দিবো সে রাতে,
কুহেলিকার কাছে আমি আত্মসমর্পণ করবো,
বিশ্বাস করো, আমি তোমার মন ভালো করে দিবো ।
এভাবে আমার দীর্ঘ প্রবাস জীবনে
তোমার মনের সাথে সন্ধি হবে ।
একদিন টের পাবে তুমি আমি আর আলাদা কেও নই
সেই দিন হাজার তারার আচ্ছাদনে আমরা
মরোদ্যান হবো ।
যুগল আহ্লাদে কাটিয়ে দিবো মুহুর্মুহু কিছু বসন্ত