ইচ্ছে হলেই টুকরো গুলো জুড়তে পারি আমি
জুড়লে পরে হবেই হবে গল্প একখানা
কিছুটা তার কেবল হাসি রঙ মেলান্তি খেলা
কিছুটা তার............ সবই তোমার জানা  


আদমসুমারি চলছে গুনে মাথা
জন সংখ্যায় বাড়ছে কতো দেশ
টুকরো গুলোর সংখ্যা স্থিতিশীল
জুড়লে পরেই গদ্য হতো বেশ।  


জুড়তে গেলেই ক্লান্তি আসে মনে
ক্লান্তি ছোঁয়ায় ক্লান্ত হাতের পাতা
টুকরো গুলো টুকরো হয়েই থাকে
নষ্ট কেবল মনের সাদা পাতা