উদ্দাম হতে চাইছে অঙ্কুর টা আজ
উদ্দাম হাওয়ার সাথে তাল মেলাতে
চাইছে সে, চাইছে কতো তাড়াতাড়ি
দেখবে সূর্যের আলো, কতো জলদি
দেখে নেবে , বুঝে নেবে বহির্বিশ্বের তাপ উত্তাপ
অঙ্কুরদ্গমের দুর্বার তাগিদ নিয়ে বেরিয়ে
আসতে চাইছে বীজের ত্বক ভেদ করে
ওরে কচি ভ্রুন যতদিন মাতৃ জঠর
সুখ তোর ততদিন ই
তারপরেই শুরু তোর বাঁচার লড়াই
বাঁচানোর লড়াই............
তবু সে আসতে চায় সব বাধা ভেদ করে
নিতে চায় আলো গন্ধ হাওয়া বুক ভরে
মহীরুহ হওয়ার তাগিদ তার বুকেও ...