এক দিনও কি বাঁচতে পারি নিজের মতন
ইচ্ছে সুখে তোর চেনা নাম একলা কলম
যখন তখন দু এক চেনা কালির আঁচড়
পোষ মেনে যায় শক্ত কথাও অসঙ্কোচে
তখনি যেন তোর গায়ে তে সূর্য ওঠে
আমার চুমু তোর আধপোড়া কালচে ঠোঁটে
ঠিক বুঝে নেয় দু এক কথা কি বলতে চাস
আমিও অবুঝ দু এক পশলা বৃষ্টি নামে
আস্তে আস্তে বৃষ্টি থামে, গুমট আবার
যে যার মতই আবার তখন নিজের দেশে
রাফ পেপারে আঁচড় গুলো এমনি হারায়
তোর চুমুও অসঙ্কোচে অন্য ঠোঁটে.........