আজকে তোমায় মাখবো সারাদিনই
আজকে তোমায় সাজাবো যত্ন করে
আজকে তোমায় আকণ্ঠ পান করে
দিনের শেষে আসব ঘরেতে ফিরে


আজকে তোমার ফ্রেমের ধুল ঝাড়া
আজকে তুমি রাস্তার মোড়ে মোড়ে
আজকে তোমায় সবাই ঘিরে থাকা
ইস্কুলেতে অথবা ক্লাবের ঘরে।


আজকে তোমার সবাই অনুরাগী
ঘেমে নেয়ে তুমি হাসবে ফ্রেমেতে রবি
আমরা নাচব গাইব তারস্বরে
মেসেজে মেসেজে পাঠাব তোমার ছবি।


আজকে কচি-কাঁচার রবিসাজ
সাদায় হলুদে রাস্তা রবি মিছিল
শহরের পথে ছুটির আমেজ ঠাসা
সব কিছুতেই রবি দাদা সামিল


আজকে আমিও সাদা শাড়ি লাল পেড়ে
জুঁইয়েতে জড়ানো রোজের এলো চুল
চোখের কাজলে সলাজ অভিবাদন
গালের দু ধারে রক্ত রুবির দুল


তবুও তোমার এ তারস্বরে বাজা
কোথাও মনে বাজছে রবি ঠাকুর
আসলে তুমি কতটা রয়েছ জুড়ে
কতটা কাছেতে নয়তো কতটা দূর


কালকে তুমি ফের দেওয়ালেতে শোভা
জমতে থাকবে বছরের ঝুল ধুলো
আমি কি তোমায় বুঝি গো রবিমশাই
অনামি অকবি নেই কোন চালচুলো ।


তুমি বেঁচে থাকো নাগরিক ব্যস্ততায়
প্রাসঙ্গিক হয়ে জীবনের প্রতি ফ্রেমে
তুমি বেঁচে থাকো বিশ্বকবি হয়েই
প্রতিটি প্রানের ভালবাসায় ও প্রেমে


অহনা ...
০৯/০৫/২০১৫