যদি আসতেই হয় শব্দে নয়
স্পন্দনে এসো,সব কথা শব্দে
বলা যায় নাকি!
যদি রাখতেই হয় শপথে নয়
অনুভবে রেখো, শপথ গড়া তো
ভাঙার জন্য!
যদি শুনতেই হয় স্বরে তে নয়
অনুরণনে কান পাতো, স্বরের শেষ হয়
বেঁচে থাকে শুধু অনুরণন!
যদি থাকতেই হয় মুখোমুখি নয়
বন্ধনে থেকো, জীবনের বিনাশ হয়
বন্ধনের নয়!