পাথরে ফোঁটাতে চেয়ে ফুল
সুহৃদেরা হয় কতনা ব‍্যকুল ।
আকুল প্রাণে কাঁদিয়া তারা
যেন সাঁতরায় দরিয়া অকূল ।
এসব দেখে লোকেরা বলে
ভুল এতো জগতের মহাভুল !  


কিছুই না দিতে পারার গ্লানি  
সমাজে হাজারো আছে জানি ।
অযাচিত দিতে গিয়েও তো
ফেলতে হয় যে চোখের পানি ।
আজকাল দেখছি তাদেরই
যেন খুব বেশী হয় মানহানি ।


কল‍্যান কর্ম হয়না সুহৃদবিনা
এতদিনে প্রেমও থাকত কিনা ।
বিবেকের দায় কতনা তাদের
হায় ! উজার করে জীবনখানা ।
কেউ বুঝে কেউবা বুঝে না তা
তার তাতে যে যায়ও আসেনা ।


তারা উজান ঠেলে হেসে খেলে
দোষও দেয় না কিছু না পেলে ।
বরং দিতে না পারার কারণেই
শুধু বৈরাগ‍্য নেয় সবই ফেলে ।
যদিও এমন সূহৃদদের দেখাটা
খুব কম জনারই জীবনে মেলে ।


রচনাকালঃ- বিকাল ৫.১১টা, বুধবার, ৬ জানুয়ারি ২০২১, ঠাকুরগাঁও ।