১৯৫২ সাল হঠাৎ ঢাকা অগ্নিগর্ভ উত্তাল,  
ভাষার দাবীতে শাসকেরা হল বেসামাল ।
গণঅভ্যুত্থানেই স্বৈরাচারীর যত ভয় তাই করলো ১৪৪ ধারা জারি,
তা ভেঙ্গেই ত্রাতারূপে জন্ম নিল মোদের এই মহান ২১ ফেব্রুয়ারি !
বাংলা মোদের মায়ের ভাষা তাই প্রাণপণে তাকে ভালোবাসা,
বাংলা বিনা বাঙালীর কভু কি ভাই মিটবে মনের সকল আশা ?

ওরে ভ্রষ্টাচারী কোন সাহসে তারে তোরা নিতে চেয়েছিলে কাড়ি ?
তাই তো রক্ত দিয়েই রুখতে শেখাল সে মোদের ২১ ফেব্রুয়ারি !  
যে ভাষা যে দেশ শুধুই মোদের তাজা রক্ত দিয়ে কেনা,  
সেনা সেই জাতিকে তোদের এখনও কেন হয়না চেনা ?
হ্যাঁ, আমরাই সে জাতি দাবী আদায়ে সহসা যারা রক্ত ঢালতে পারি,  
এটাই হুঁশিয়ারি বাঙালী চেতনার যে আরেক নাম এই ২১ ফেব্রুয়ারি !  


এই চেতনা মুক্তির এই চেতনা মোদের বাকস্বাধীনতার,  
এই চেতনা স্বনির্ভরতার বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার ।
আমরা নই বিক্ষিপ্ত দেউলিয়া আমরা একতাবদ্ধ শুদ্ধ চেতনা ধারী
চেতনা মোদের বিজয়গাঁথা চেতনা মোদের অজেয় ২১ ফেব্রুয়ারি !    
রফিক জব্বার বরকত সালাম অজানা আরও কত নাম,
আমি জানাই তোমাদের শ্রদ্ধাভরে লাখো কোটি সালাম ।
  
তোমাদের রক্তরাঙ্গা রাজ পথে চলে আজ হয়েছি বিজয়ের স্বপ্নচারী,
তাই তুমি অকুতোভয় তুমি প্রত্যয় তুমিই দিশারী হে ২১ ফেব্রুয়ারি !  
তুমি এসেছিলে বলে মোদের এই বাংলায় কথা বলা,
তুমি এসেছিলে বলে মোদের এই দৃপ্ত পায়ে পথ চলা ।
তুমি এসেছিলে বলে আমরা হয়েছি বীর বাঙালী আর নই আনাড়ি,  
তুমিই তাই এ জাতির প্রকৃত প্রতিষ্ঠাকারী হে মহান ২১ ফেব্রুয়ারি !!!  


রচনাকাল- রাত ১২.৫৮টা, শুক্রবার
০২/০২/২০১৮ মিরপুর, ঢাকা ।