ঊষালগ্ন হতেই মেঘেরা ছুটে চলে হনহন  
আনমনে কেমন ব্যকুলতা করিছে এ মন
একটা অনুরণন দোলা দিয়ে গেল, কে
যেন কানে বলিল আজই ২২ শে শ্রাবণ ।  


তোমার রবির অস্তমিতের কালো এদিন
রবি আর উদিবে না এই ভবে কোনদিন
রচিবে না গীতাঞ্জলি, যাও তুমি দাও হে
তারে অঞ্জলি, শোধিবার চেষ্টা কর ঋন ।  


গুরু তোমার এ প্রয়াণ দিবসের ব্যকুলতা
আমায় অকুলে ভাসায় শেষের কবিতা
ব্যথিত হৃদয়ে অর্ঘ্য দানে উপযুক্ত মনে
করিনা কিছু, শুধু জানাই মোর কৃতজ্ঞতা ।  


বাংলার আকাশে উদিত না হলে হে রবি
ক’জনই বা আজি হত স্বনাম ধন্য কবি
হয়তো বাংলা ভাষা সর্বনাশা চক্রে পরে
যত ইতিহাস ঐতিহ্য বুঝি হারাতাম সবি ।


রচনাকালঃ- বিকাল ৪.১৬টা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪২৭,
১৫ জিলহজ্জ ১৪৪১, ৬ আগস্ট ২০২০, মিরপুর, ঢাকা ।