প্রকৃতির পাঠশালায় উদাহরন উপাদেয় দুটি প্রাণীর
একাটি হল উট আর অপরটি ছাগল ।
দশটি উট একজনাতে সামলেও ঐ একটি ছাগলই
তো দশজনাকে যেন বানায় পাগল !


উটের নজর উপরে তাই তারা উচুঁ গাছের ডালপালা
ছিড়ে খায়, তাতে কার কিবা আসে যায় !
সেই গাছেরও তেমন হয় না ক্ষতি, উটৈরও হয় না
খাদ‍্যের ঘাটতি তারা করেও না হায়হায় ।


অপর দিকে ঐ দুই টাকার ছাগল লক্ষ টাকার বাগান
খেয়ে কত জনাকে না বসিয়ে ছাড়ে পথে ।
স্বপ্নভঙ্গের কারণ হয়ে সে কত মানুষকে নিরাশ করে
কেঁদে ফেরায় আহা হতাশার উল্টো রথে !


উটেরা হয়না লুটেরা খেয়ে বাঁচে মহীরুহের ডালপালা,
তাতেই তুষ্ট অতিকায় এই সুবোধ প্রাণী।
ছাগল যেন বগল বাজিয়ে আগামীর মহীরুহের বিকাশ
রোধে কাড়ে চারাদের অমূল‍্য জীবনখানি।


সেই ছাগলে সদলবলে হয় গো যদি সমাজপতি, তবে
এই সভ‍্যতার হবে কি লাভ না ক্ষতি ?
হ‍্যাঁ, বাংলার সমাজে এই ছাগলদের দ্বারা নিত্য ঘটে
চলেছে করুণ পরিনতি! করুন পরিনতি !


রচনাকাল:- বিকাল 5:38টা বৃহস্পতিবার 3/9/2020, ঠাকুরগাঁও।