আমায় দেখে হিংসার আগুনে
তোরা উঠেছ কেন তেঁতে ।
ভাবছ আমি বুঝি এসেছি
তোদের স্বার্থে ভাগ বসাতে ?
আরে না না আমি নিতে আসিনি
আমি এসেছি তোদেরই দিতে ।


সারাটা জীবন কাটিয়েছিস তোরা
পরের ধন নিতে নিতে.........
জঠর দরিয়াটা ভরিয়েছিস তাও
পরের উপর খেতে খেতে ।
ওরে সুযোগ সন্ধানীরা সুযোগ একটু
পেলেই হাতটা যে দাও পেতে !


একটুও ভাবলে না তিন পুরুষেও
ঐ হাতটা আর পারবেনা যে উল্টাতে ।
অমুল্য মাথাটা নাখাটিয়ে পরেরটা
নিতে সদাই থেকেছ কেন মেতে ?
জানো না হাত দুটো মুঠো করে
কেন এসেছিলে এই দুনিয়াতে ?


আমরা যে মানুষ তাই এসেছিলাম
শুধু দিতে, পারনি কি তা বুঝিতে ?  
আমরা দাতা আমরা ত্রাতা
এসেছি শুধু এ ভুবনটাকে সাজাতে ।
শুধু দেব বৈ নেবো না মোরা
খালি হাতে হবে যে ফিরে যেতে !


কিন্তু তোরা এ ধরা থেকে
চাও শুধু সমগ্রই লুণ্ঠিতে........
এত লুটে পুটে কখনও কেউ কি
পেরেছে রে ভাই এ ভবে সুখী হতে ?
ভোগে সুখ মোটেও নাই রে মুঢ়
ত্যাগেই যত সুখ এই দুনিয়াতে........


দেওয়ার জন্যই যদি চাইতাম সবাই
তবে পৃথিবীটা কি পুড়িত হিংসাতে ?
নিতে নয়, দিতে শিখলেই তুমি শুধু
পারবে নিজেরে অমর করিতে ।।  


রচনাকালঃ- দুপুর ১২.৩৮ টা
রবিবার ১০/০৪/২০১৭ মিরপুর, ঢাকা ।