হে আল্লাহ মেহেরবান......
বান্দার তরে অপার নেয়ামত
কত করেছ তুমি দান....!  
তুমি যতটা মহামহান
আমি হয়েছি যেন ঠিক
ততটাই নাফরমান !


তোমারই কৃপায় খেয়ে পড়ে
বেঁচে আছি আজও......
কিন্তু গাইনা তোমার গুণগান !
তোমারি ইশারায় চলে
সারা বিশ্ব জাহান.......
তুমি যে স্রষ্টা মহীয়ান !!
ক্ষুদ্রজ্ঞানের অধিকারী হয়েও
তবুও আমি কেন সন্দিহান ?


তোমার জিকিরে সবাই মগ্ন
হেথায় সঁপে দিয়ে মন-প্রান !
আমি নাফরমান.....
তোমার-ই ভুলে এই নশ্বরে
মিছে করি সুখ সন্ধান...... !
যদিও তুমি আমারি তরে
রেখেছ করে স্থায়ী সুখের সংস্থান !


আমি নাফরমান.........
কোন ধৃষ্টতায় অবজ্ঞায় অবহেলায়
অস্বীকারে তারে করছি খান খান ?
তোমারি দেওয়া স্বাধীনতায়
নফস আমার হয়েছে যে বেঈমান !


তুমিই তো সর্ব শক্তিমান
তবুও আমি তোমার সমশক্তি
বানিয়ে তাতেই করেছি আত্মবলিদান !
ছিঃ আমি পাপী তাপী অভিশাপী
হারিয়েছি বিবেক জ্ঞান !


হে মহামহান.........
তুমি তো করুণানিধি ক্ষমাশীল দয়াবান
দয়া করে মোরে.........
হেদায়েত কর গো দান........... ।


( ১/৫/২০১৮ শবে বারতের রাতে ১.৪১ )