সদা সত‍্যটাই বলতে বলে সবাই
কিন্তু সত‍্য শুনার তো মানুষ নাই !
তাই কেউ শুনুক না শুনুক মানুক না মানুক,
চাই সত‍্যটা সবাই এবার ভালভাবেই জানুক ।
সত‍্য প্রকাশে কলম যখন ধরেছি
সত‍্য বলে যা জেনেছি বুঝেছি
আমি সেটাই শুধু প্রকাশ করেছি
ভাবিনা তাতে বেচেছি না মরেছি ।
মিথ‍্যার রঙিন মোড়কে মুড়ে
গোটা দুনিয়াটাই দেখি আছে পুরে ।
সুরে সুরে সবে শুধুই সত‍্য বলতে বলে,
কিন্তু তা করলেই তো দূর্ভোগ কপালে ।
সত‍্য বললে হতে হয় বন্ধুহীন,
জানি সত‍্যবাদী এ যুগে অর্বাচীন ।
তাকে মিথ্যাবাদীর মালা দেয় পড়িয়ে,
দেয় এই মিথ‍্যা মায়ার দুনিয়া থেকেও সরিয়ে ।
তা জেনেও আমি আছি থাকবো সত‍্য মেনে,  
তবুও চাইনা পদ পদবী খ‍্যাতি মিথ‍্যার সনে ।


রচনাকালঃ- রাত ১০ ৫৭টা, সোমবার, ১১ শ্রাবণ ১৪২৮, ২৬ জুলাই ২০২১, মিরপুর, ঢাকা ।