আধা ঘুম আর আধা জাগৃতিতে
মাঝি রাতভর দাঁড় বাও ।
ভোরের আলোয় দেখিল চকিতে
ঘাটেই পরে আছে নাও ।


ছিল আশা করবে ভালো ব্যবসা
হাটে গিয়ে যেন হয় ভোর ।  
উল্টো লোকসানের এল হতাশা
বেয়েছ নাও না খুলে নোঙর ।


মাঝি তোমার একরাতের এ শ্রম  
হয়তো গেল নাহয় বিফলে ।
ঠিক যেন এমনই জীবন ধারাক্রম
করছি যাপন প্রায়ই সকলে ।
কর্মই করছি তবে দায়সারা ভাবে
ব্যর্থতা তাই সচেতনতার অভাবে ।


রচনাকালঃ- বিকাল ৩.৪১
  রবিবার ১৮/০২/২০১৮ ঢাকা ।