শখের বাগানে লাগালাম এক রসাল ফলের চারা
তার খাদ্য পানীয় সবি দিলাম ঐ নিড়ানিটুকু ছাড়া ।
কদিন বাদেই আমি কিছু আয় রোজগারের আসে
কিছুটা কাল কাটালাম স্বদেশ ছেড়ে সুদূর পরবাসে।


বছর কতেক পর যখন ফিরে এলাম স্বাধের বাড়ি
সবার সাক্ষাৎ শেষে বাগানে পৌঁছলাম তাড়াতাড়ি ।
চারা আমার এখনও চারাই আছে হয়নি মহীরুহ
কোন মতে শুধু বেঁচে আছে সে যায় যায় তার রূহ !  


সেদিন চারাটির পাশে কিছু গজিয়েছিল আগাছা
কচি দেখেই মায়া লাগলে বলি মিলে থাকো বাছা ।
যত্নের অভাবে হায়রে চারা আজ যাচ্ছ তুমি মারা
অযত্নে বাড়া আগাছারা সেথায় খুশিতে আত্মহারা ।


আজ বুঝলাম আগাছার বাচ্চারা যত সুন্দর হোক
তারা সব নিমকহারাম বেঈমান জালেম প্রতারক ।
মায়াবী চেহারায় কভু না ভুলে তাদের শিশুকালে
মূলোৎপাটন করা চাই থাকতে চাইলে নিজ হালে ।


রচনাকালঃ- দুপুর ২.০৮টা মঙ্গলবার ২৮ জ্যৈষ্ঠ ১৪২৬
৭ শাওয়াল ১৪৪০, ১১ জুন ২০১৯ মিরপুর, ঢাকা ।