সর্বশক্তি নিয়োগ করেই মশাগুলো
যখন হাতির রক্ত শোষন করে ।
শত্রু না ভেবেও হাতি যদি লেজটি
নাড়ে তাতেই তো শত মশা মরে ।


নির্বোধরা ঠিক তেমনি হাতের পাঁচ
দিয়ে করে মরণ পণ আক্রমন ।
অপরীনামদর্শীতার জন‍্য যদিও ওরা
ভুলের মাশুল গুনে আজীবন  ।


এমন আহাম্মকদের শত্রু কিংবা বন্ধু
আমরা যা কিছুই বানাই না কেন ।
নির্বুদ্ধিতার দরুন সমুহ ক্ষতির তরে
তাদের থেকে সর্তক থাকি যেন ।


আসলেই শিক্ষিত শত্রুও ভালো মূর্খ
বন্ধু বা শত্রু কিছুই ভালো নয় ।
কারণ জ্ঞানের আলো না থাকলে যে
মানুষ পশুর চেয়েও অধম হয় !


রচনাকালঃ- বিকাল ৩.১৩টা, সোমবার, ২৩ নভেম্বর ২০২০।
ঠাকুরগাঁও ।