আজি মোর মন বিষাদের দিন।
আজি মোর মন বিষাদের দিন ।
সুখ পাখিটা ঝরের তোড়ে
সখী হারিয়ে কেঁদেই মরে
অনাথের ন‍্যায় যে সে হয়েছে গৃহহীন !
আজি মোর মন বিষাদের দিন ।


সারাক্ষণ বুকের মণিকোঠায়
চিন চিন করে অজানা ব‍্যথায়
কে যেন করুণ সুরে বাজায় মরণ বিণ !
আজি মোর মন বিষাদের দিন ।


রঙিন দুনিয়াটা ধসূর হল
সুখ শান্তি সবই হারালো
দিনগুলো হয়ে গেল বির্বণ ধুলো মলিন !
আজি মোর বিষাদের দিন  ।


বিষে বিষে দেহ হল নীল
পুড়েও ছাই হল মন দিল
অবিরত দংশিছে অদৃশ‍্য কালনাগীন !
আজি মোর মন বিষাদের দিন ।


উচ্ছল শরীরটা হল অচল
আর যদি তা না হয় সচল
কে শোধিবে মোর এত রাজ‍্যের ঋণ ?
আজি মোর মন বিষাদের দিন ।


শুধুই খা খা করে গো অন্তর
যেন পাতা ঝরা মর্মর প্রান্তর
চিরকাল রবে কি তা অমৃত বৃষ্টিবিহীন ?
আজি মোর মন বিষাদের দিন ।


প্রতিদিন যাচ্ছি ক্ষয়ে ক্ষয়ে
বরফের চাইতে দ্রুত লয়ে
নিঃতরঙ্গভাবে হয়ে যাচ্ছি গো বিলীন !
আজি মোর মন বিষাদের দিন ।
আজি মোর মন বিষাদের দিন ।


রচনাকালঃ-রাত ১১.০৯টা, মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।