এগিয়ে যাচ্ছে আলোর মিছিল
হাতে হাত ধরে গ্রামে-শহরে-বন্দরে ।    
এগিয়ে যাচ্ছে আলোর মিছিল
বিলিয়ে আলো দেশ হতে দেশান্তরে ।

এগিয়ে যাচ্ছে আলোর মিছিল
অমানিশার জমাট কালো রাত ভেদিয়ে ।
জালিমের রক্ত চক্ষে আঙ্গুল তুলে  
কুসংস্কারের ঘনকুয়াশার চাদর ছেদিয়ে ।


এগিয়ে যাচ্ছে আলোর মিছিল
শত বাঁধা পেরিয়ে যতনা যাতনা মাড়িয়ে ।
নিন্দুকের নিন্দা সমালোচনার ঝড়
পেড়িয়ে সাফল্যের সব প্রত্যাশা ছাড়িয়ে ।


এগিয়ে যাচ্ছে আলোর মিছিল
জ্ঞানের আলো জ্বালাতে প্রতিটি ঘরে ঘরে ।
এই আলোর মিছিলে শরিক হতে
আকুল আহবান করি সকল বাঙালীর তরে ।


রচনাকালঃ- রাত ৮.০০ টা, বৃহস্পতি বার
              ১৩/০৯/২০১৮ মিরপুর, ঢাকা ।


( আলোর মিছিল সাহিত্য আড্ডার আজ ১৪ তম আসর সাফল্যের সাথে সমাপ্ত হল মিরপুর, ঢাকায় । এই উদ্যোগকে এগিয়ে নিতে আমার এই ক্ষদ্র প্রয়াস । আমরা আশাবাদী আলোর মিছিলের এমন সাহিত্য আড্ডা ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচে কানাচে । আবার স্বরূপে ফিরে আসবে বাঙালি জাতি বিশ্ব দরবারে । )