মানুষের কাছে অর্থ-সম্মান পদ-পদবী
কিছুই চাই না আমি চাইনা তোমার ভালবাসাটাও !  
উজার করে দেবার জন্যই জন্ম আমার
শুধু তোমাকে প্রান ভরে আমায় ভালবাসতে দাও ।


মুসাফির হয়ে কার কাছে কি সব নিয়ে
কোথায় রাখি গো বল দুই দিনের এই দুনিয়াতে ?
কে কি নেয় নিক হয়তো ওরা এসেছেই
নিতে, আমি হেথা এসেছি যে শুধুই দিয়ে যেতে ।

দিতেই আমার যত সুখ নিতেই অসুখ
অযাচিত দিতে চাই বলে কর না আমায় সন্দেহ ।
আগ বাড়িয়ে দিতে গিয়ে আমি হয়েছি
লাঞ্চিত কত নানান ভাবে দোষারোপ করে কেহ ।


কেউ কিছুই না চাইলেও হেথায় চায়
যে সবাই পেতে তার মনের মত করে দুদণ্ড সুখ ।
সর্বস্ব লুটেও কেউ হয়না সুখী ধরায়  
উজার করে না দিলেই কেউ বা আবার পায় দুখ ।


লাখো স্বাভাবিকের ভিড়ে কিছু থাকেই
এমন ক্ষন জন্মা উদাহরণ অযোগ্য এক ব্যতিক্রম ।  
আমি তো এমনই একজন শত আঘাত
সত্যেও শুধু দিতেই চাই এ হয়তো সৃষ্টিরই  ভ্রম !



রচনাকালঃ- বেলা ১১.৫১ টা রবিবার ১২ জ্যৈষ্ঠ ১৪২৬,
২০ রমজান ১৪৪০, ২৬ মে ২০১৯ মিরপুর, ঢাকা ।