তুমি কেন একা একাই ঘুরছ সোনা
তোমার কি ভয় করেনা ?
ওরা তো তোমাকেও গুম করবে মা  
তুমি বাইরে একা যেওনা ।

তোমরা আমাকেও গুম করে দাও
তাহলেই তো আমি দেখতে পাবো
আমার বাবাকে.........
তোমরা আমাকেও গুম করে দাও  ।


আরে পাগল গুম মানে গায়েব করা !
যারা এসব করে তারা যে ছেলে ধরা !


তার মানে কি এদেশে এখনও তবে
রাক্ষস আর ডাইনী আছে ?
এজন্যই কি ওরা আমার বাবাকে ধরে
নিয়ে গেছে তাদের কাছে ?
  
বাবা কেন তবে মিথ্যা বলল আমায়  
এদেশে নাই কোন রাক্ষস ডাইনী ?
বাবাও তবে মিথ্যা বলে ? আমি তো
এমন কথা তার মুখে শুনতে পাইনি !

আমি কিচ্ছু বুঝতে চাইনা, তোমরা  
আমার বাবাকে এক্ষুনি ফিরিয়ে দাও ।
আর নয়তো আমাকেও বাবার সাথে
অভাবে গুম করে দাও........।
ঐ হোঁৎকা পেটুক রাক্ষস আর ডাইনী
যে আমার বাবাকে খেয়েছে; তোমরা
আমাকেও তার খাদ্য বানাও....।
  
আমার প্রিয় বাবার বুকে আবার আমি
মাথা রেখে ঘুমাতে চাই,
তাই আমাকে গুম করে দাও তবুও যেন  
তাকে আমি একটু দেখতে পাই।
তাকে ছাড়া আমি খেতে ঘুমাতে পারিনা  
যদি পারো তাকে ফিরিয়ে দাওনা ভাই।  


মায়ের প্রতিরাতে নির্ঘুম আহাজারি আর  
সইতে পারিনা তার ডুকরে ডুকরে কাঁদা।
বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকা কবে
শেষ হবে তোমরা বলনা গো দাদা ?


বাবা বলেছিল এবার ছুটিতে বেড়াতে
নিয়ে যাবে আমাদের নানু বাড়ি ।
মা আমার কাঁদতে কাঁদতে পাগল প্রায়
কি পড়বে লালা না সাদা শাড়ি ?  


অসুস্থ দাদী আমার চোখের জলে সদা
বুক ভাসায়............
ছেলে তার ফিরে আসবে ঘরে পথপানে  
চেয়ে থাকে নিত্য আশায় আশায় ।


মোবাইলটা বেজে উঠলেই; এই বুঝি
বাবা বলবে তোমরা কেমন আছো মা ?
সেই আশায় ওটার দিকে সবার সাথে
সদা কান পেতে থাকি আমি আর মা।
  
কে করবে রোজগার আর সবার মুখে কে
তবে তুলে দেবে অন্ন............?  
একমাত্র সন্তানের শোকে পথেপথে ঘুরে
দাদু ভাইয়ের শরীরটাও হল অবসন্ন ।
  
শোকে দুঃখে সোনার সংসার আমাদের
আজ মাঝ নদীর ভাঙ্গা নাও ।
এত কষ্টে যে আমি আর বাঁচতে পারিনা
তোমরা আমাকেও গুম করে দাও......।    


-রাত ১১ টা বৃহস্পতিবার ০৬/১২/২১০৮
মিরপুর, ঢাকা ।


স্মর্তব্যঃ গতকাল ০৫/১২/২০১৮ তারিখের “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” সংখ্যার ৩ পৃষ্ঠায় পরিবেশিত একটি কলামের শিরোনাম “ আমাকে গুম করে দিন” এর অনুলিখন কবিতা । গত পাঁচ বছর আগে গুম হয়ে যাওয়া সাজেদুল ইসলামের অসহায় শিশু কন্যা আফসানা ইসলাম রাইদার আর্তি ছিল উক্ত বাক্যটি । যা পড়ে আমি শুধু নিরবে কিছু অশ্রু ঝরিয়েছি আর আমার যা সাধ্যমত করনীয় তাই করেছি । হয়তো আমাকেও তাদের মত গুম হতে হবে আমার পরিবারকে শোক সাগরে ভাসিয়ে । তবুও যদি এই অপশাসনের হাত থেকে জনতা যদি মুক্তি পায় আমার মত নগণ্যের তাই এই ক্ষুদ্র প্রয়াস ।