ইদানিং আমার বিরুদ্ধে স্বজন বন্ধুরাও
তুলছে অনেক অভিযোগ ।
আমি যে আজকাল কারো সাথে আর
তেমন রাখিনা যোগাযোগ  ।
এ নিয়ে আমায় কেউবা ভাবে হয়তো
অভব‍্য কিংবা আত্ম অহংকারী ।
তবে হ‍‍্যাঁ আমি এখন সবকিছুই ভূলে
থাকি খুব না হলে দরকারি ।
সময়ের নিষ্ঠুর কষাঘাতে বুঝিবা পুরো
পাল্টায় মানুষের মানসিকতা  ।
এই যা, জোড়হাত অনুরোধ দয়া করে
ভাববেন না এ আমার উন্নাসিকতা ।
সকাল সাঁঝে কাজে অকাজে নিজেকে
মহাব‍্যস্ত রাখছি যে সারাক্ষণ ।
কারণ সদা সচেষ্ট থাকি বন্ধ করতে এক
হারানো বেদনায় হৃদয়ের রক্ত ক্ষরণ ।


রচনাকালঃ- দুপুর ২.৫৩টা, বুধবার, ৫ মাঘ ১৪২৮. ১৯ জানুয়ারি ২০২২, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা ।