কাজের ফাঁকে খানিক ফুরসতে
সবে ছুটে ছুটির অবকাশ নিতে
হংকং ব‍্যাংকক থিম্পু মিয়ামি কিংবা দুবাই ।


আমিও খুঁজে মরি সেই সন্ধিক্ষন
উতালা হয় সদা চিরকিশোর মন
কখন আমার ছায়াঘেরা সে গাঁয়ে ছুটে যাই ।


শরতে গাঁয়ের সাদা মেঠো পথে
চলি ফিরি যখনই ব‍্যর্থ মনরথে
আবার যেন হারানো দিনগুলি ফিরে পাই ।


টলটল ঝিলের জল, কাশফুল
ঐ দিনগুলির মতো করে ব‍্যকুল
সবুজ শষ‍্যক্ষেতের মো মো গন্ধে মন হারাই ।


আমার প্রথম প্রেম প্রকৃতির সনে
তাই একাকার হতে চাই নির্জনে
আহা ! তার সনে কাটাতাম যদি জীবনটাই ।


যত সুখ আমার এই পৃথিবীতে
সবটা সুনিবিড় এ ছায়াবীথিতে
এর চেয়ে শান্তি যেন আমার কোথাও নাই।


রচনাকালঃ- রাত১০.২৫টা, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮, ঠাকুরগাঁও ।