আমি বিয়ের আগে করি নাই প্রেম
তবে করছি বিয়ের পরে ।
তাই বুঝি আজ স্বর্গ বিরাজ করছে
আমার সোনার সংসারে !  


বিয়ের আগে ভালোবাসা জীবনকে
নিয়ে নিছক খেল তামাশা ।
গাঁটছড়া বাঁধা যদি বিধাতার হাতে
তবে তা নয় কি সর্বনাশা ?


প্রিয়ার পরিবারকে রাজি বিনা আমি
হতে চাইনি কষ্টের কারণ ।
এই সীদ্ধান্তই দুই পরিবারে এনেছে
সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন ।


হাজারো প্রতিকূলতার বিধ্বস্ত জীবনে
ঘরে পেয়েছি অনাবিল সুখ ।
শত অভাবেও বদলায়নি স্বভাব দেখি
যখন প্রিয়ার ঐ প্রশান্ত মুখ ।  


বিয়ে বন্ধনে আমার ছিলনা অত শর্ত
মনের মতন মানুষ ছাড়া ।
আজ তাই পেয়ে ভাই জীবনে আমি
হয়েছি যে সুখে আত্মহারা !  

বিয়ে নিয়ে সহজ শর্ত সংসারে আনে
সুখ শান্তি বাড়ায় হৃদ্যতা ।
পুরুষই পারে বিয়ে করে এড়াতে যত  
সামাজিক মানবিক দায়বদ্ধতা ।


সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আনয়নে করি
দৃঢ় প্রতিজ্ঞা পুরুষ নারীগনে ।
বিয়ের আগে নয় প্রেম করবো বিয়ের
পরে সুখী হতে জীবনে মরণে ।  


রচনাকালঃ- রাত ৯.১৮টা সোমবার
১৬ বৈশাখ ১৪২৬, ২৯ এপ্রিল ২০১৯
ঢাকা থেকে ঠাকুরগাঁও বাস ভ্রমণকালে ।