আমি আমারে করবো সৃষ্টি
আমি আমারে করবো সৃষ্টি
কঠোর অধ্যবসায়, গভীর আত্ম নিমগ্নতায়
করবো নির্মাণ, যা চায় মোর মন প্রান.........  
স্বীয় পরিচয় সৃষ্টিতে, হবোনা সংশয় সন্দিহান  
আসুক যত বাঁধা বিপত্তি, যত ঝড় বৃষ্টি ।
আমি আমারে করবো সৃষ্টি
আমি আমারে করবো সৃষ্টি
কর্মে হবো আমি পাগল প্রায়
কারো কথায় দেবো না সায়  
আজ করবো আমারই কাজ
ব্যঙ্গ বিদ্রুপে আর, দেবো না কভু দৃষ্টি ।  
আমি আমারে করবো সৃষ্টি
আমি আমারে করবো সৃষ্টি
স্বকীয়তায় স্বমহিমায় হবো উদ্ভাসিত
তাই, করবো না ধারণ ভিন্ন কারো কৃষ্টি ।
আমি আমারে করবো সৃষ্টি
আমি আমারে করবো সৃষ্টি
স্বীয় আত্ম আবিস্কারে হয়েছি বিস্মিত
হয়েছি আমি ধন্য, আমিই তো অনন্য
ধ্যানমগ্নে খুলে যে গেছে আমার অন্তর্দৃষ্টি ।।  


রচনাকালঃ- ২০১৬ মিরপুর, ঢাকা ।