আম্ফানের কষাঘাতে বিপর্যস্ত
হে আমার বঙ্গজ সব প্রিয়জন ।  
তোমাদের জন্যও আমার আজ  
বড় ব্যথিত হল কোমল এ মন ।  


এমনিতেই করোনায় পৃথিবীটা
পরিণত হল মৃত্যু উপত্যকায় ।  
তার উপর এই ঝড়ের তাণ্ডবে
উভয় বঙ্গে কাটল বিভীষিকায় ।


ঘোড়াগাড়ি, বসতবাড়ি জীবন
জীবিকা সব করল যে লণ্ডভণ্ড ।
২৩৫ বছরের মধ্যে এ আঘাত
মরারই উপর খাড়ার ঘা প্রচণ্ড ।  


যাহোক ক্ষতি সামলিয়ে সবে  
আবার নবোদ্যমে ঘুরে দাঁড়াই ।
সবে হই শুদ্ধ ক্ষুদ্ধ এই প্রকৃতি
তবে যদি বন্ধ করে এ লড়াই ।


স্রষ্টার সৃষ্ট জানমাল কাড়বেও
সে, দেবেও ফিরিয়ে বহুগুণে ।
তার পরীক্ষায় যেন হতাশ না
হই, সে-ই রাখবে দেখেশুনে ।


রচনাকালঃ- রাত ২.১৩টা শুক্রবার , ২৮ রমজান ১৪৪১,
৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ২২ মে ২০২০, মিরপুর, ঢাকা ।