এক টুকরো ছাঁট কাপড় যার গায়
জড়ালে হয়ে যায় অতি দামী ।
এক টুকরো কাঠও সে জন্য পায়
হাজারবার চুমু আর সালামী ।
আমি দুর্ভাগা আসিনি তার পরশে
যে ছিল আমারই কল্যাণকামী ।
যার বিনা কেউ কিনা তার দরশে
না এসে হয়নিও অত নামী ।
হেলায় হেলায় দিন গেল আমার  
জানি না কি করবে অন্তর্যামী ?
সেই আল কোরআন দেবে বিচার
যেদিন, আমি নির্ঘাত আসামি !


রচনাকালঃ- রাত- ১১.০১টা, বুধবার, ১লা বৈশাখ ১৪২৮,
১৪ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।