আমি বোধহয় পাঠক ঠকাই
কিন্তু লেখক ঠকাই না ।
লেখকের প্রসবিত সন্তানকে
কভু অনাদর দেখাই না ।


কি সে বলতে চায়, বুঝাতে
চায় খুটে খুটে দেখি শুনি ।
আমি আসলে চাই যে এমনি
করেই একদিন হবো গুণী ।


আমি জানার চেষ্টা করি সেই
প্রসুতির প্রসব বেদনা ।
সেই সন্তানের জন্ম মোটেও
যে উদ্দেশ্যহীন না ।


তবে হতে পারে অন্ধ বধির
শারীরিক মানসিক প্রতিবন্ধী ।
একটা না একটা গুন ওদের
থাকবেই খুঁজি সেই সুগন্ধি ।  


আমি কবিতার আসরে লিখি
একদম যেমন তেমন ।
কিন্তু কবি হওয়ার উছিলায়
করি কবিতার রস আস্বাদন ।


মানুষের মধ্যে সদ্বংশ এমন
কবিদের সদয় সংস্রবে ।
আমার জীবনে সত্যিকারের
সার্থকতা এনেদিয়েছে ভবে ।  


তাই সকল কবিদেরই কাছে
জানাই অশেষ কৃতজ্ঞতা ।
তোমাদের হাতেই দূর করছি
এ জীবনের যত অজ্ঞতা ।    


রচনাকালঃ- সকাল ৯.৫৩টা বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪২৭,
২৫ শাওয়াল ১৪৪১, ১৮ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।