তুমি ইতিহাস পড়তে এসেছ কেন বাবু,  
কভু কি পারবে কিছু করতে ?
স্যার একথা বলবেন না আর, আমি যে
আসিনি শুধুই ইতিহাস পড়তে !  
আমি আসিনি আপনাদের মত ঐ জঠর
দরিয়াটা সব কিছু খেয়ে ভরতে ।
বরং আমি তো এসেছি এ দুনিয়ায় এক
নজীরবিহীন ইতিহাস গড়তে !
শিয়ালের মত শত বছর না বেঁচে আমি
সিংহের মত চাই লড়তে.........
তাতেও প্রস্তুত, যদি সব মায়া ছিন্ন করে  
আমায় অকালে হয় মরতে ।
হ্যাঁ, আমিই ইতিহাস গড়বো হে মশাই,    
আমি এসেছিই ইতিহাস গড়তে.........


রচনাকালঃ- রাত-৯.১৯টা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪২৭,
১২ জিলহজ্জ ১৪৪১, ৩ আগস্ট ২০২০, মিরপুর, ঢাকা ।