আমি জানি কি বললে আমায় ভালো বাসবে
আমি জানি কি করলে আমার কাছে আসবে
এও জানি কি বললে বেলুন ফুলে বাতাসে ভাসবে
আরও জানি কিসব দিলে খিল খিল করে হাসবে ।


কিন্তু না, তাতো আমি কোন কিছুই করবো না  
কেননা তোদের ঐ আহ্বানে আপ‍্যায়নে আমি  
নিঃস্বার্থতার কোন কিছুই যে দেখি না ।
তাই ওসবে আর মিথ‍্যা সান্তনা মোটেও খুঁজি না ।


শুধু বুঝি আমার স্রষ্টা কিসে খুশি কিসে বেজার
চেষ্টা করি না আর কিছুতেই লাভালাভ খোঁজার
আমি খুব ভালো করেই বুঝেছি যা ছিল বোঝার
এখন শুধু করে যাবো আমার মতো দিন গুজার ।


আমার কিচ্ছু যায় আসে না কারো কোন কোথায়
মন মাতে না তোদের এই ভাওতা সামাজিকতায়
থাকি না কারো কাছ থেকে কিছু পাবার আশায়
কারণ স্রষ্টাকে সহজে পাই কিন্তু তোদের পাওয়া দায় !


রচনাকালঃ- রাত ১০.১৭টা, মঙ্গলবার, ১৩ বৈশাখ ১৪২৯,
২৫ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা  ।