আমার যত অনুভূতি হাসি কান্না দুঃখ ব‍্যথা
মন খুলে কাব‍্য ছন্দে শুধু লিখি সে সব কথা ।
যদিও আমি আদতে কোন লেখক সাহিত্যিক নই
না আমি কবিও নই, তবে আমি কবি শুধু আমারই ।


পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবে পাই সবি সারা
কিন্তু তা ব‍্যক্ত করতে হই ভাষা জ্ঞান হারা ।
আমি জানিনা ওসব কথা কেমনে যে খুলে কই
না আমি তো কবি নই, তবে আমি কবি শুধু আমারই ।


আমি করি সন্তর্পনে প্রকৃতির সনে মিতালি
যেন তার ঐ ভাষা বুঝে গাই তারই গীতালি ।
পরস্পরে সেই প্রকৃতির সনে প্রায়শই মেতে রই
না গো আমি কবি নই, তবে আমি কবি শুধু আমারই ।


মানুষের মনের গভীরে বেশ ডুবতে পারি
জানতে পারি সবারই সুখ দুঃখ আহাজারি ।
শুধু করতে পারি না প্রকাশ, মনে মনে বলি ঠিকই
না না আমি কবি নই, তবে আমি কবি শুধু আমারই ।


শব্দের মালা গেথে লিখি মানবিকতার কথা
মসি নামক অসি দ্বারা বিনাশিতে চাই কুপ্রথা ।
তবে দেই না আমি কভূ কারোরই পাকা ধানে মই
আমি আসলেই কবি নই, তবে আমি কবি শুধু আমারই ।


রচনাকালঃ- সকাল ১০:৩৬টা, মঙ্গলবার, *৭ আশ্বিন ১৪২৭,
৩ সফর ১৪৪২, ২২ সেপ্টেম্বর ২০২০, ঠাকুরগাঁও ।