আমি তো আসলে কভু কবিতার জন‍্য কবিতা লিখিনা
জানি না যা লিখি তাকেও আবার কবিতা বলে কিনা ।
যা লিখি তাও নিজে লিখিনা কে যেন আমাকে লেখায়
লিখতে পড়তে না জানলেও জবরদস্ত কবিতা শেখায় ।


লিখে চলছি তাই যখন যা মনে আসে ভাই রস বিরসে
বেলা অবেলা নাই যখনি কবিতা আসে রাত্র কি দিবসে ।
প্রভুর কাছে শুকরিয়া জানানোরও কি ভাষা জানা আছে
যখনি লিখতে শুরু করি দেখি নিমিষেই শেষও হয়েছে ।


তবে লিখতে গিয়ে ভাবিনা কার লাগে ভালো কিবা মন্দ
ভাবিনা কার সনে হবে বন্ধুত্ব নাকি কার সনে হবে দ্বন্দ্ব ।
আসলেই আমার কোনও কৃতিত্ব নেই নেপথ্য স্রষ্টা মহান
তাই হতে চাইনা বরেণ্য কবি পদ পদবী প্রাপ্ত খ‍্যাতিমান ।


সত‍্যজ্ঞান মেনে স্বজ্ঞানে লিখে চলেছি প্রায় প্রতিটি চরণ
মোটেও ভাবিনা এমন কবিতা লিখতে হয় যদিবা মরণ ।
ক্ষমা চাই আপনাদের আসরে আমি যদি হই অপাংক্তেয়
তবুও যদি কেউ পায় সুখ ভাবি সেটাই হয়তো হবে শ্রেয় ।


রচনাকালঃ- রাত ১০.৪৮টা, শুক্রবার, ১৮ চৈত্র ১৪২৮, ১ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।