ব্যবসায় বখরা না দিলেই বলবে শালা
জানটা শেষ করে দেবো তোর ।
চাকরি দিতে ব্যর্থ হয়ে পাওনা টাকাটা  
ফেরত না দিতে কত তোরজোড় !  


অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ তো মরেছ
এবার বাড়িটা ছেড়ে দে দৌড়........
মোদের ট্যাক্স প্রদেয় টাকায় মোদেরই
শাসায় কর্তা যত হারাম খোর !


কখনো বা মোদেরই উপর হামলা করে
মামলা দেয় কতেক দুপায়া শুয়োর ।
সবার সব ধন দৌলত কেড়ে নিয়ে তারা
থাকে শাসক হবার স্বপ্নেও বিভোর !  


হায় ! কি হয়ে যে যাচ্ছে রে ভাই এখন  
সোনার বাংলাদেশটাতে মোর.........
এখন হচ্ছে যেন ঐ প্রবাদের বাস্তবায়ন
আমার গরু আমিই চোর !


রচনাকালঃ- দুপুর ১.৩২টা শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪২৬,
২ রবিউস সানি ১৪৪১, ৩০ নভেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।