আমিও হলেম ভিখারি
দেশে আইলও রে আকাল।
চিন্তা করে চুল ছিঁড়াই
কেমনে কাটাবো দিনকাল !


যেদিক যাই হাহাকার
সবাই দেখি নির্বিকার
তলে তলে ঠিকই চালে চাল  
যেন তালে ঠিক জাতে মাতাল ।  
  
আমিও হলেম ভিখারি
দেশে আইলও রে আকাল ।
আপেল ভেবে ধরতে গিয়ে
দেখি আসলে ঐটাও মাকাল  ।


দুর্বলতা করলে প্রকাশ
শুনে মাইরা দেয় বাঁশ
সর্বনাশ, দেখি সেই বড় দজ্জাল ।

আমিও হলেম ভিখারি
দেশে আইলও রে আকাল ।
হেলায় সুযোগ হারালে বুঝি
দিনকাল হয় গো এমনই বেহাল ।


অসহায়ত্বের সুযোগ নেয়
মিথ্যা আশ্বাসে সবি দেয়
অবস্থা দেখে ভাবি বস্তা পচা মাল ।


আমিও হলেম ভিখারি
দেশে আইলও রে আকাল ।
কুমির ডেকে আনলাম
আমি, নিজে নিজেই কাইট্যা খাল ।    

মাকাল > ফল বিশেষ, জঙ্গলে ফলে দেখতে লোভনীয় কিন্তু ভিতরে ছাইয়ের মতো ।


রচনাকালঃ- সকাল ৮.২৩টা বৃহস্পতিবার, ২৫ অগ্রহায়ণ ১৪২৭,
২৮ রবিউস সানি ১৪৪২, ১০ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।