গুর গুর গুর শন শন শন
আকাশে বাজে মাদল ।
ঝম ঝম ঝম উদ‍্যোম ছন্দে
ঝরিছে মেঘ বাদল ।


হৈ চৈ ফেলেছে মাগুর কৈ
ধরার মধুর কোলাহল ।
হৈ হৈ রৈ রৈ মাতিছে বর্ষার  
স্রোতে দামাল ছেলের দল ।


চল চল চল বেঁধে দল সবে
মিলে বিলে তুলি শতদল ।
কল কল কল গাঙে বহিছে
যে বানের নতুন জল ।


মন আমার আজ কিশোর
সেজে ভাঙ্গে সব আগল ।
চাই মনের সুখে নৃত্য করে
গাই আর বাজাই বগল ।


বল বল বল কিসের যাতনা
মন বেদনার করিস ছল ?
বানের জলে দে জলাঞ্জলি
জলকেলি করি চল ।


দুঃখ বিষাদ দূরীকরণে মত্ত
আকাশ বাতাস ভুতল ।
চল বন্ধু চল এ বাদল ধারায়
ওসব হারায় খুঁজি মনোবল ।


ভিজাই ভেতর ও বাহিরে সুখে
নাহি রে এ সুযোগ যে বিরল ।
বর্ষা করে অন্তর ফর্সা দারুণ
সুখ দেয় সাদামনে অবিরল ।


রচনাকালঃ- সকাল ৭.১০টা, সোমবার, ১৫ ভাদ্র ১৪২৮,
২০ মহরম ১৪৪৪, ৩০ আগষ্ট ২০২১, ঠাকুরগাঁও ।