ওহে বাঙ্গালী.....................
তোমার বিশ্ব সেরা উর্বরা ভুমি, উর্বর মস্তিষ্কধারী  
তুমি আর তোমার সেরা উষ্ণ হৃদয় ।
এই মৌলিক বিষয়াদি ত্রয়, এমন নিদারুন দিনে  
বিশ্ব সেরা হবার অপার সম্ভাবনাময় ।


জেগে উঠো বাঙ্গালী জেগে উঠো এখনি, ঘুমিয়ে
কালক্ষেপণ আর একটি মুহূর্তও নয় ।
জেগে উঠো সত্যিকার অর্থে, জেগে জেগে আর  
ঘুমিও না এখন তো তোমারি সময় !


কার আদর্শ চেতনায় বাগ বাগ কর, ওসব ছাড়ো  
তোমার পূর্বসূরিরাই ছিল সেরা ঐতিহ্যময় ।
স্বকিয়তায় স্বমহিমাতেই ফিরে এসো, স্বউদ্যোগে
ফেরাও ওদের চক্রান্তে তোমার অবক্ষয় ।


ধর্মেই খোঁজ জীবনাদর্শ ঐ পশ্চিমাদর্শ কর ভস্ম
মানবিকতাকে জয় করার কর প্রত্যয় ।
বিশ্ব সেরা জাতি তুমিই হবে, নাও সে-ই শপথ  
অন্যায়ের সাথে আপোষ কক্ষনই নয় ।  


তুমি যার দ্বারা ছিলে শাসিত শোষিত এতদিনে  
তুমিও শাসিবে তারে প্রাকৃতিক নিয়মে কয় ।  
নেই ভয়, না সেদিনও দূরে নয়, এক ঐকতানে  
বাঁধো হৃদয়, সন্নিকটেই যে তোমার বিজয় ।  


রচনাকালঃ- রাত ৯.১৫টা মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪২৬,
১ সফর ১৪৪১, ১ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।